প্রেসবিজ্ঞপ্তি:
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বাঁশখালী তথা চট্টগ্রামের কৃতিসন্তান বিচারপতি বোরহান উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ।
নগরীর সার্কিট হাউসে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সমিতির পক্ষ থেকে তাঁর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সহ সভাপতি সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, গণশিক্ষা সম্পাদক রাসেল জনি, মালেকুজ্জামান রাজু প্রমুখ।
এসময় সাক্ষাতে সমিতির সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা বিচারপতি বোরহান উদ্দিনকে সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে অবহিত করেন।
তিনি চলমান ইউনিয়নভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বাঁশখালীকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণার্থে গণসচেতনতা সৃষ্টি ও সরকারের সুদৃষ্টি কামনাকে সমিতির প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন। নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিচারপতি বোরহান উদ্দিন বলেন- 'বাঁশখালী একটি রত্নগর্ভা উপজেলা। আলোকিত ইতিহাস-ঐতিহ্যে ভরপুর এই জনপদের সুনাম অক্ষুণ্ন রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে। জ্ঞান-কর্ম ও সততায় বলীয়ান হয়ে যার যার অবস্থান থেকে দেশ ও মানুষের সেবায় পাশে থাকতে হবে।' এছাড়া তিনি সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন