শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৫ সেপ্টেম্বর) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মানসন্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন- "শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যতিত কোন জাতী উন্নতি লাভ করতে পারেনা। শিক্ষার মূল চাবিকাঠি হচ্ছে প্রাথমিক শিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষকই হচ্ছেন মা। মা' শিশুর ভবিষ্যৎ জীবন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূণ ভুমিকা রাখে। তাই শিশুর মেধাবিকাশে শিক্ষকের পাশাপাশি মা-বাবাকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, পরিক্ষায় আপনার সন্তান গোল্ডেন পেয়েছে কিনা, ভালো রেজাল্ট করেছে কিনা তার প্রধান্য না দিয়ে আপনার সন্তান নৈতিক চরিত্রের বলে বলিয়ান হয়ে উঠছে কিনা সেটাই দেখার বিষয়। আপনি অভিবাবক হিসেবে আপনার সন্তান ভালোমত পড়ালখা করছে কিনা, নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। টাকার অভাবে আপনার সন্তান ঝড়ে পড়বে এ কথা ভাবার সময় এখন আর নেই। সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারি পদক্ষেপ নিয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা বহুবিদ সুবিধা পাবে, শুধু দরকার আপনাদের তদারকি। সবার সহযোগিতা পেলে সব উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য শিগ্রিই ‘মিড ডে মিল’ চালু করবে জেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পালেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলী দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব, পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রমুখ।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন