জনপদ প্রতিনিধিঃ বাঁশখালীতে সিএনজি অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি মো. আব্দুর রহমান (৫৬)। এতে ঘটনায় অন্তত আহত হয়েছেন আরো ৩ থেকে৪ জন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শেখেরখীল-চাম্বল চেয়ারম্যানঘাটা এলাকায় প্রধানসড়কে।
আহতরা হলেন- শেখেরখীল ইউনিয়নের আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৩), উত্তর জলদি এলাকার কবির আহমদের পুত্র মু. ফারুক (২০), সরল ইউনিয়নের পাইরাং এলাকার শশাংক মোহনের পুত্র দিলীপ দে (৩৪) সহ ৪জন।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, চট্গ্রাম শহরের উদ্যেশ্যে বাঁশখালী ছেড়ে যাওয়া পিকআপ ভ্যানটি চাম্বল-শেখেরখীল চেয়ারম্যান ঘাটা এলাকায় বাঁশখালী অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় মো. আব্দুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হয় ৩ জন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে মু. আব্দুর রহমান কে বাঁশখালী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর দিকে আহতদের অবস্থার অবনতি দেখে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান বাঁশখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. হিরক কুমার পাল।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন