advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

শিক্ষককে ডেকে মঞ্চে বসালেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী!

শিব্বির আহমদ রানাঃ "মা-বাবা গড়েছে দেহ, শিক্ষক গড়েছে মন। সব সমাজে সব ধর্মে নন্দিত শিক্ষক সে জন।" শিক্ষক সবকালে সবখানে শ্রদ্ধার পাত্র। জাতীর মেরুদন্ড শিক্ষা হলে, সে শিক্ষার আলোর মশাল শিক্ষক। বাঁশখালীতে ছাত্রের আচরনে মুগ্ধ হয়েছেন তেমনি একজন প্রবীণ শিক্ষক।

রবিবার (১৩ অক্টোবর) শিলকুপ জ্ঞানোদয় বিহারের উদ্যোগে আয়োজিত বৌদ্ধদের জাতীয় ধর্মীয় উৎসব মহান প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। মঞ্চে উঠে তিনি দেখতে পেলেন, তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিলকুপ জ্ঞানোদয় বিহারের সাবেক সভাপতি, শিলকুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাবেক সহ সভাপতি বাবু বগলা ভূষণ বড়ুয়া ধর্মীয় ওই অনুষ্ঠানে ফ্লোরের মেঝেতেই বসে আছেন। সাংসদ শিক্ষককে ফ্লোরে বসা দেখে নিজেই ডেকে মঞ্চে বসালেন শিক্ষককে। এমন দৃশ্যটিই সবার নজরে পড়ে। অনেকে এমপির এমন আচরণে ভূয়সী প্রশংসা করেন।

শিলকুপ জ্ঞানোদয় বিহারের উদ্যোগে আয়োজিত বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি, শীলকুপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বাঁশখালী থানা ওসি তদন্ত কামাল উদ্দিন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শিলকুপ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারাণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, শিলকুপ জ্ঞানোদয় বিহারের সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুুয়া।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
                  আপনার মেইল পাঠাতে:
                 banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই