![]() |
সরকারি আলাওল কলেজে অভিভাবক সমাবেশে অতিথিরা। |
নিজস্ব সংবাদদাতাঃ "সুশিক্ষাই সমাজ উন্নয়নের চাবিকাঠি" প্রতিপাদ্যের আলোকে বাঁশখালী পৌরসদরে অবস্থিত সরকারি আলাওল কলেজের উদ্যোগে অবিভাবক সমাবেশ বৃহস্পতিবার (৩ অক্টোবর) কলেজ হলরুমে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ আলম আজাদ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইদ্রিস, কলেজের প্রতিষ্ঠাতার কনিষ্ট পুত্র মিশু মিয়া চৌধুরী, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আক্তার হোসাইন সহ প্রমূখ ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনের পাশাপাশি সুশিক্ষা অর্জনের গুরুত্বারোপ করেন। তারা বলেন, আজ দেশে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষিত লোকের বড়ই অভাব। সুশিক্ষিত জাতিই একমাত্র সমাজকে, দেশকে বদলে দিতে পারে। ছাত্র সমাজের প্রতি শিক্ষকের সচেতনতার পাশাপাশি অভিবাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন