প্রেসবিজ্ঞপ্তিঃ
পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শতবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদের ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসার হলরুমে প্রাক্তন সিনিয়র ছাত্রদের সম্মতিক্রমে মাওলানা ফেরদৌস আলমকে আহবায়ক, মাওলানা ওবায়দুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং মাওলানা আবু তাহের তৈয়বী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সরওয়ার আলম, মাওলানা আজগর হোসাইন, মুহাম্মদ হুমায়ুন কবির, ওসমান গণী, হাফেজ মুহাম্মদ আমির হোসেন কে সদস্য করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা ফেরদৌস বলেন- বাঁশখালীর প্রাচীনতম আমাদের গন্ডামারার ঐতিহ্যবাহী গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি)মাদরাসার শতবার্ষিকী বর্ণাঢ্য ভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছি। এ শতবার্ষিকী তে আমাদের মাদরাসার ঐতিয্যগুলো তুলে ধরব। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে একজোট হয়ে কাজ করব।
প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক মাওলানা ওবায়দুর রহমান বলেন- শতবার্ষিকী আমরা সুন্দর ও বিশালভাবে পালন করব। আমরা ইতোমধ্যে প্রাক্তন ছাত্রদের নিয়ে কাজ শুরু করব। অাগামী এক মাসের মধ্যে প্রাক্তন ছাত্র পরিষদের পুর্নাঙ্গ কমিটি দিব।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন