বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে মধ্য রাতে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

শিব্বির আহমদ রানা:
 চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছনুয়া খুদুকখালী এলাকার অাব্দুল মজিদ পাড়ার আছত আলী বাড়ীতে।

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৩ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাত  আনুমানিক ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।

ক্ষতিগ্রস্থ নাজিম উদ্দিন বাদশা জানান, পূর্ব থেকে একই এলাকার মৃত হাজী আমির হামজার পুত্র হাজী মাওলানা আবুল কাশেম, মৃত এরশাদ আলীর পুত্র মোহাম্মদ হোসাইন, মৃত আবুল হোসেনের পুত্র আনোয়ার হোছাইন ও আবু ছিদ্দিক এদের সাথে ধানী জমি ও লবণের মাঠ দখল নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলে আসছে। তারা আমাকে বেশ কয়েকটি মামলার আসামীও করেছে। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরে পূর্ব থেকে উৎপেতে থাকা ওই মহল আমাদের বসতঘরে অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটিয়েছে।

হাজী মাওলানা আবুল কাশেম বলেন, আমাদের বিরোদ্ধে আনীত ক্ষতিগ্রস্থদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি বৃদ্ধ এবং একজন আলেম, আমার সন্তন আলেম। আমরা মাদরাসা নিয়ে ব্যস্থ। এসব গর্হিত কাজে আমাদের কোন দূরতম সম্পর্ক নাই।

আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে মৃত ইবনে আমিনের পুত্র নাজিম উদ্দিন বাদশা ও নাছির উদ্দিন, নুরুল আমিনের স্ত্রী সাজেদা বেগমের বসত ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মাথা গোঁজার একমাত্র বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. হেফাজুল করিম জানান, অগ্নিকান্ডের বিষয়ে ক্ষতিগ্রস্থদের আনীত অভিযোগ সত্য নয়। তারা প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নিজেদের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। এমনকি আমি একজন স্থানীয় প্রতিনিধি হওয়া স্বত্বেও তারা বিষয়টি আমাকে জানায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈষ্ণব জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হলেও স্থানীয়রা ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.