জনপদ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন “সিটিজি ব্লাড ব্যাংক এর উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলণায়তনে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় সামাজিক ও মানবতার কাজে বিশেষ অবদানের জন্য দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন 'বাঁশখালী ব্লাড ব্যাংক'কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাঁশখালী ব্লাড ব্যাংকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন ব্লাড ব্যাংকের সদস্যরা। এর পূর্বে বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ হতে বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়।
উক্ত ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঁশখালী ব্লাড ব্যাংক-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান ও গ্রহনকালে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মডারেটর কার্যকারী ও সহ-কার্যকরী সদস্যবৃন্দের মধ্যে মোঃ আবু হানিফ, জয় নমঃ মিন্টু, তহুরা সুলতানা রেখা, মোহাম্মদ তালিব, নান্টু কান্তি দাস, রুপন কান্তি দে, সঞ্জয় তালুকদার, আবদুর রাহমান, ডি এক্স লোকমান, শান্তা দাশ, সুজয় ধর বাসু, সাইফুল সেফ প্রমূখ।
উপস্থিত বাঁশখালী ব্লাড ব্যাংকের সদস্যরা অনুভুতি প্রকাশকালে বলেন- 'আমাদের সংগঠনটি নিঃস্বার্থ ও সমাজসেবী সংগঠন। কারো কাছে কোন স্বীকৃতি অর্জনের জন্য কাজ করিনা আমরা। তবে, সিটিজি ব্লাড ব্যাংক পরিবার বরাবরের মতো আমাদের কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা প্রদান করে আমাদের দায়িত্ব কর্তব্যকে আরো প্রসারিত করেছে। আমরা সবসময় মানবতার পাশে লাল ভালোবাসা দিয়ে মানবতাকে জয় করবো।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন