বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাহারছড়া বশীরুল্লাহ মিয়াজী বাজার বেইলী ব্রীজ এখন মরণফাঁদ!

শিব্বির আহমদ রানাঃ
বাঁশখালী উপজেলার উপকূলীয় ৪নং বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়াজী বাজার বেইলী ব্রীজের বেহাল দশা। ব্রীজের বেশ কয়েকটি পাটাতনে মরিচা ধরে ভেঙ্গে পড়ায় ব্রীজ সংযোগ সড়কের সাধারণ যাত্রীদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতিদ্রুত যদি ব্রীজের সংস্কার করা না হয়, তাহলে সংযোগ সড়ক দিয়ে ওই এলাকার ১৩ গ্রামের হাজার হাজার মানুষের সাথে উপজেলার প্রধান সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের পশ্চিমে বাহারছড়া গ্রামের মাঝামাঝি বশির উল্লাহ মিয়াজী বাজারের একটু পশ্চিমে খালের ৯০ ফুট উপরে ২০১৬ সালে এ বেইলী ব্রীজটি নির্মিত হয়েছে। নির্মাণের পর এই ব্রীজটি জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও উদ্বোধনের ৩ বছর পার না হতেই বেশকয়েটি পাটাতন ভেঙ্গে গিয়ে মারাত্মক হুমকির মধ্যে পড়েছে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যবস্থা। দীর্ঘসময় পার হলেও এখন পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ যাত্রীসহ যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়া ব্রীজে রাতের আঁধারে চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে নিত্যদিন।
স্থানীয়দের দাবী, বেইলী ব্রীজের কাজ নিম্নমানের মানের হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বেহাল দশার সংস্কার কাজের কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রীজটি উপজেলার উপকূলীয় বাহারছড়া, সরল খানখানাবাদ ইউনিয়ন সহ ডোংরা, ইলশা, চাপাছড়ি এলাকার জনসাধারণের মধ্যে যেমন সেতুবন্ধন তৈরী করেছিল তেমনি বাহারছড়া ইউনিয়নের ১৩ গ্রামের মানুষদের দৈনন্দিন কাজে চট্টগ্রাম শহর ও বাঁশখালী উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছিল। ব্রীজ দিয়ে প্রতিদিন উপকূলীয় ডিগ্রী কলেজ, বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়, পূর্ব বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঁশখালী আর্দশ শিশু নিকেতন, আইশা খাতুন শিশু নিকেতন, সোলতানিয়া এমদাদুল উলুম মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকে, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরাও রয়েছে।
ব্রীজে প্রতিদিন চলাচলকারী স্থানীয় যানবাহন চালকদের সাথে কথা বললে তারা জানান, বশির উল্লাহ মিয়াজী বাজারের খালের উপর নির্মিত এই ব্রীজটির উপর দিয়ে দিন-রাত শতশত  সিএনজি, অটোরিকশা, মিনিট্রাক, পিকঅাপ চলাচল করে থাকে। বাহারছড়া সাগর পাড়ে দর্শনার্থীদের আনাগোনা হয় এই ব্রীজের উপর দিয়ে। কিন্তু ব্রীজটির কয়েকটি পাটাতন ভেঙ্গে পড়ায় হুমকির মধ্যে পড়েছে যান চলাচল। দ্রুততম সময়ের মধ্যে ব্রীজটি মেরামত করা না হলে মৃত্যুফাঁদসম ব্রীজে দুর্ঘটনার কবলে পড়ে চলাচলরত জনসাধারনের মৃত্যুর আশংকাও করেছেন তারা।
উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়্যা প্রতিবেদককে বলেন, ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়েছে, আমি সরেজমিনে পরিদর্শন করে তা সংস্কার কাজের জন্য ঢাকার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি খুব শিগ্রই ব্রীজটিসহ ওই এলাকার আরো কয়েকটি ব্রীজের সংস্কার কাজ সম্পন্ন হবে।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.