বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শনিবার দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।
তিনি জানান, এবার সারাদেশে ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে রাজধানীর সিটি নির্বাচন এবং ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি চালানো হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় শিশুদের ভরপেটে ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে আসতে হবে।’
 স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘স্বাধীনতার পরপর রাতকানা রোগে আক্রান্তের হার ছিল ৪ শতাংশের ওপরে। এখন সেটা এক শতাংশের নিচে নেমে এসেছে। ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর জন্যই এটা সম্ভব হয়েছে।’ মন্ত্রী জানান, ভিটামিন এ ক্যাপসুলের ফলে শিশুরা রাতকানা রোগ থেকে রক্ষা পায়। ডায়রিয়া, আমাশয়, কলেরা ও নিউমোনিয়াসহ অন্যান্য রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.