advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যাঃ মরমী কণ্ঠে মাতিয়েছেন শিল্পী সাদেক হোসেন

জনপদ প্রতিনিধিঃ
জাতীয় সাংস্কৃতিক সংগঠন আল মদিনার সহকারী পরিচালক, নাশিদ স্টুডিও এন্ড রেকর্ডিং সেন্টারের স্বত্বাধিকারী, গীতিকার ও সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাদেক হোসাইন আল মদিনা ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কিশোর কণ্ঠশিল্পী শোয়াইব আল হাসানের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতিয়ে তুলেছে  বাঁশখালী। নববর্ষের শুরুতেই নতুন যাত্রায়  বাঁশখালীর সাংস্কৃতিক অঙ্গণে সাড়াজাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী সাদেক হোসেন আল মদিনার পরিবেশনায় বাঁশখালী পৌরসভাস্থ মানিক পাড়া সংলগ্ন ময়দান উৎসব মুখর পরিবেশে রুপ নিয়েছে। সাথে ছিলেন সহযোগী শিল্পী হিসেবে নবরব, রেনেঁসা সহ স্থানীয় শিল্পীবৃন্দ।

উত্তর জলদী মানিক পাড়া তরুণ প্রজন্ম একতা সংঘের উদ্যোগে সংগঠনের ৪র্থ তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) দোয়া মাহ্ফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান পৌরসভাস্থ উত্তর জলদী মানিক পাড়া সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন ক্বারী শিব্বির আহমদ। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আজগর হোসেন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ্ হামিদ।

প্রথম অধিবেশনে দোয়া মাহ্ফিলে মুনাজাত পরিচালনা করেন বাঁশখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদরাসার পরিচালক পীরে কামেল হযরত মাওলানা আব্দুল জলিল। 

সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ্, নাত, দেশাত্মবোধ ও আঞ্চলিক ইসলামিক গানে গানে মাতিয়েছেন দেশখ্যাত ইসলামিক সাড়াজাগানো অাল-মদিনা শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক শিল্পী সাদেক হোসেন।

অতিথি হিসেবে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাও. মনছফ আলী পুষ্পবিতানের স্বত্বাধিকারী মুহাম্মদ কলিম উল্লাহ্, সমাজ সেবক ও সংগঠক মাহমুদুল ইসলাম মাহমুদ, শিক্ষানুরাগী আবছার উদ্দিন হাসান সহ উত্তর জলদী মানিক পাড়া তরুণ প্রজন্ম একতা সংঘের সকল সদস্য বৃন্দ।

কোন মন্তব্য নেই