নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশের একটি টিম।
বাঁশখালী থানার চৌকষ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদারের নির্দেশনায় গত রবিবার ( ৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় এসআই হাবীবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ড ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার মরিচ্ছা ঘোনার ১ নম্বর ওয়ার্ডের মৃত মুহাম্মদ হোসেনের পুত্র মুহাম্মদ মাঈনুদ্দিন (২৩), একই এলাকার নুরুল আলমের পুত্র খোরশেদ আলম (২৮)।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার এ প্রতিবেদককে জানানা, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করে দেড় হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশের একটি টিম। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) উভয়কে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন