বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে সড়ক দূর্ঘটনাঃ চালকের কৌশলে বেঁচে যায় ৪০জনের অধিক যাত্রী!

জনপদ প্রতিবেদকঃ চালকের দক্ষতায় বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী বাঁশখালী স্পেশাল সার্ভিসের (বাস) যাত্রীরা। এসময় বাসে প্রায় ৪০ জনের অধিক যাত্রী প্রাণহানীর হাত থেকে বেঁচে যায়।
রবিবার (২ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রীবাহী স্পেশাল বাস সার্ভিসের পেছনের ডিপেন্সিয়ালসহ চারটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালী প্রধান সড়কের পৌরসভাস্থ সৈয়দ শাহ্ মাজার রোড সংলগ্ন স্থানে এমন দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাঁশখালী বাস-মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আমির হোসেন  জানান, বাঁশখালী স্পেশাল সার্ভিসটি (চট্টমেট্রো-জ/০৫-০৩৪৫) চট্টগ্রাম বাস টার্মিনাল হতে যাত্রী নিয়ে বাঁশখালী অভিমুখে যাত্রাকালে   প্রধানসড়ক সংলগ্ন পৌরসভা কার্যালয়ের সামনে বাসটির কাটিং সেল নষ্ট হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে চালক পিছনের চাকা বিচ্ছিন্ন বাসটি সৈয়দ শাহ মাজার রোড সংলগ্ন ব্রীজে আটকে দেয়। এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
অপরদিকে অভিযোগ স্বীকার করে জনৈক চালক বলেন, গাড়ীর কাটিং সেল নষ্ট হয়ে যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে বাসটিকে প্রধানসড়ক সংলগ্ন ব্রীজে ঠেকিয়ে দিই। এতে অনেক যাত্রীর প্রাণ বেঁচে যায়।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম যায়। চালকের কৌশলের কারণেই বড়ধরণের দূর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে বলে জানান এএসআই আনোয়ারুল ইসলাম।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.