![]() |
এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের পিটি'তে অংশগ্রহণের সময়। |
সমুদ্রোপকূল ঘেষে বিশাল আয়তনের গন্ডামারা ইউনিয়নটি পূর্ব বড়ঘোনা, পশ্চিম বড়ঘোনা, গন্ডামারা এ তিন অংশে বিভক্ত। বিশাল জনগোষ্ঠির বসবাস পূর্ব বড়ঘোনায়। লবণ মাঠে চাষাবাদ, সমুদ্রে জাল ফেলে মৎস্য আহরণে চলে এ এলাকার লোকজনের জীবন জীবিকা নির্বাহ। ক্ষুধা-দারিদ্র্যের কষাঘাতে চলে তাদের সংসার জীবন। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় কয়েক মাইল পায়ে হেঁটে কাঁদা মাড়িয়ে কয়েক মাইল পায়ে হেঁটে এলাকার ছেলেমেয়েরা শিক্ষার জন্য ছুটে যেত দূরবর্তী অন্য ইউনিয়নে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষাবঞ্চিত পূর্ব-পশ্চিম বড়ঘোনার ছয়টি ওয়ার্ডের বিশাল জনগোষ্ঠির কথা ভেবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে ৯১'এর ধ্বংসস্তূপ থেকে পুনঃরায় মাদরাসার সংস্কার করে নতুনরুপে রুপদান করেন গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মাওলানা. মুহাম্মদ আরিফ উল্লাহ।
.⟾ একনজরে:
.⟾ একনজরে:
"মাদরাসার নাম- এশায়াতুল উলুম (দারুল হিকমা) মাদরাসা, শিক্ষাস্থর- ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত (নিয়মিত), প্রতিষ্ঠা সাল- ১৯৮৫ খ্রিঃ, প্রতিষ্টানের অবস্থান- বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউপির উত্তর-পূর্ব বড়ঘোনা, পরিচালক- মাও. মু. আরিফ উল্লাহ্, মাদরাসা সুপার- মাও. মু. নিজাম উদ্দিন, মাদরাসার ভূমির পরিমাণ- সাড়ে তিন কানি, শিক্ষার্থী সংখ্যা- ৭শত ১০ জন(২০২০ খ্রিঃ), পাশের হার- ইবতেদায়ী ও দাখিল স্তর শতভাগ (২০১৯ খ্রিঃ), শিক্ষক-শিক্ষিকা- ১৬ জন বর্তমান।"
সাড়ে ৩ কানি জায়গার উপর প্রতিষ্ঠিত উপকূলের বাতিঘর খ্যাত এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামিয়া মাদরাসা নামের এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাও. মু. আরিফ উল্লাহর দক্ষ পরিচালনায় বর্তমানে ১৬ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা চলছে অাধুনিক মানের মানসম্মত নিয়মিত পাঠদান। এখান থেকে অধ্যয়ন করে শত শত ছাত্রছাত্রী দেশের বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কারণে অভিভাবকরা নিজের ছেলেমেয়েদের এ প্রতিষ্ঠানের বিভিন্ন সফলতার কারণে এলাকাবাসী আস্থা অর্জন করেছে। জানা গেছে, একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষে অবদান রাখতে সক্ষম বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শে আদর্শবান সুনাগরিক এবং যোগ্য দেশপ্রেমিক আলেমে দ্বীন তৈরির প্রত্যয় নিয়ে উত্তর পূর্ব বড়ঘোনা এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামিয়া মাদরাসা প্রতিষ্ঠা লাভ করে। মাদরাসার প্রধান শিক্ষক মাও. মুহাম্মদ নিজাম উদ্দিনের নিরলস তত্বাবদান ও সহকর্মীদের অান্তরিক পাঠদান, দক্ষ পরিচালনা কমিটি কতৃক অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
এ মাদরাসায় ইবতেদায়ী প্রথম থেকে দাখিল ১০ম শ্রেণীতে ৭শ' ১০ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। ১৬ জন শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে নিরলসভাবে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছেন। গত ২০১৯ সালে পাসের হার শতভাগ। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও স্থানীয় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় এ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ও ফলাফল ভাল হচ্ছে। মাদরাসার সুপার মাওলানা মু. নিজাম উদ্দিন প্রতিবেদককে জানান প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৫ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বর্তমানে আধাপাকা ও নিম্নমানের টিনসেডের ঘরে পাঠদান কার্যক্রম চলছে। অবকাঠামোগত সমস্যা, পর্যাপ্ত পরিমাণ একাডেমিক ভবনের অভাব, অফিস রুম, কমন রুম, সমৃদ্ধ লাইব্রেরী, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও মুক্তিযোদ্ধা কর্ণারের কোন ব্যবস্থা নাই। সীমাবদ্ধতা স্বত্বেও আমরা শিক্ষার্থীদের সর্ব্বোচ্চটা দিতে চেষ্টা করছি। নানা সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ, সাপ্তাহিক বিতর্ক প্রতিযোগীতা সহ যাবতীয় সরকারী দিবসগুলো পালন করে যাচ্ছি।
মাদরাসার প্রতিষ্টা পরিচালক ও পরিচালনার কমিটির সভাপতি মাও. মুহাম্মদ আরিফ উল্লাহ এ প্রতিবেদককে জানান, আমাদের অবকাঠামোগত সমস্যা ও বাউন্ডারী ওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় ভোগছি। তিনি মাদরাসাটির অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। সম্প্রতি এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামিয়া মাদরাসা সরেজমিনে এ প্রতিবেদক গেলে মাদরাসার সুপার ও সহকারী শিক্ষকরা তাদের মাদরাসার সমস্যা, সম্ভাবনা উন্নয়ন নিয়ে সংবাদ, ফিচার লেখার অনুরোধ জানান সেই সাথে সমস্ত ক্লাস রুম ও ছাত্রছাত্রীদের ক্লাসে গিয়ে সরেজমিনে অবকাঠামোগত সমস্যাগুলো দেখান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন