প্রেসবিজ্ঞপ্তিঃ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে গতকাল বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে পালিত হয়েছে বিশেষ আলোচনা সভা, র্যালি ও রচনা পাঠ প্রতিযোগিতা। ‘পড়ব বই- গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয় এবারের জাতীয় গ্রন্থাগার দিবস।
উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাঈফী আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রন্থাগার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী শ্রী চন্দন দাশ, খুদুকখালী মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন, নাপোড়া আম্বিয়া খাতুন ক্যাডেট দাখিল মাদরাসার শিক্ষক ছরওয়ার আলম নোমানী , মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ,আশরাফুল ইসলাম ও জান্নাতুল হুরি প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রন্থাগার হলো মানবসভ্যতার শ্রেষ্ঠ সম্পদ। আর সেই সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে তার প্রকৃত উপকার ভোগ করা যায়। জীবনে পরিপূর্ণতার জন্য জ্ঞানের বিকল্প আর কিছু হতে পারে না। জ্ঞান তৃষ্ণা নিবারণ করতে রয়েছে গ্রন্থাগার। একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। বক্তারা আরও মবলেন, মনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পাঠাগারের অবদান অনস্বীকার্য। তাই শহরের পাশাপাশি প্রতিটি গ্রামে-মহল্লায় পাঠাগার গড়ে তোলা এখন সময়ের দাবি। যাতে ভবিষ্যত প্রজন্ম খুব শীঘ্রই লাভ করতে পারে জ্ঞান এক সমৃদ্ধ জাতি, যাঁদের বহুমুখী জ্ঞানার্জনের অন্যতম বিদ্যাপীঠ হবে পাঠাগার
পরে অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ী ও অংশ গ্রহণকারী সবার হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন