জনপদ রিপোর্টঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, পশ্চিম গন্ডামারা কেজী স্কুল মার্কেটে গত রবিবার অানুমানিক রাত ২টায় অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংঘটিত এ অগ্নিকান্ডে ৩টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৩০ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করছে স্থানীয় প্রত্যক্ষদর্শিরা। শত্রুতা করে কেউ আমার তেলের দোকানে অাগুন ধরিয়ে দিয়েছে বলে দাবী করেছেন, ক্ষতিগ্রস্থ দোকান মালিক মু. আলী হোসেন। সংঘটিত আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী অন্যন্য দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন তীব্রতর হওয়ায় মুহূর্তের মধ্যে দোকান তিনটির মালামাল সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।
অগ্নিকান্ডে মু. আলী হোসেনের মুদির দোকান ও তেল সহ সার ও কীটনাশকের ২টি দোকান, মু. আমির হোসেনের ঔষধের ফার্মেসী পুড়ে ক্ষতিগ্রস্থ হয় ব্যবসায়ীরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের একজন আমির হোসেন সাওদাগর জানান, গভীর রাতে অগ্নিকান্ড সংঘটিত হলে মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ৩টি দোকান পুঁড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমাদের আয়ের একমাত্র স্থানগুলি পুঁড়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা।
বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈষ্ণব জানান, ঘটনা সংঘটিত হওয়ার খবর পেয়ে আমার টিম সাথে সাথে ঘটনস্থানে পৌছান। গন্ডামারা সড়কের বেহাল অবস্থার কারণে টিমদল যথাসময়ে পৌছতে দেরি হয়। আমার টিম পৌছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন