বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বাঁশখালীর পর্যটন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবেলায় সকল প্রকার সভা, সমাবেশ, গণ জমায়েত, গণসংযোগ না করা, কোচিং বন্ধ, বাঁশখালী ইকোপার্ক, বাহাছড়া সমুদ্র সৈকত ও বেলগাঁও চা- বাগান সহ সকল প্রকার বিনোদন স্পট বন্ধ রাখার ঘোষণা প্রদান করেন উপজেলা প্রশাসন।
জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে গত বুধবার (১৮ মার্চ) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও সার্বিক প্রতিরোধ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভাপতি মোমেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বেশ কয়েকটি স্পটে অভিযান পরিচালনা করেন এবং করোনায় উদ্ভুত পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।
করোনাভাইরাসের সংক্রামণের প্রেক্ষাপটে বাঁশখালী ইকো-পার্কে জনসমাগম এড়াতে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান শেখ। বিনোদন কেন্দ্রে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সে জন্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পার্কটি খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
বেলগাঁও চা-বাগানের ম্যানেজার মু. আবুল বাশার জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ইতোমধ্যে চা-বাগানে দর্শনার্থীদের প্ররবেশ নিষেধ করা হয়েছে। এ বিষয়ে ব্যানার ও পোষ্টারিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.