জনপদ ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে প্রায় ১৫শ’ দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী।
গত বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) পর্যন্ত ১,২,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ডের প্রায় ৯ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বাকী পরিবার গুলোকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। চেয়ারম্যান মো. লেয়াকত আলীর ব্যক্তিগত তহবিল থেকে বিতরণকৃত এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি মশুর ডাল, ১ লিটার ভোজ্য তেল ও ১টি সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক আবু আহমদ, ইউপি সদস্য মো. কামাল উদ্দীন, মো. আনছার, হাছিনা বেগম ও আলমগীর মাহফুজ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান মো. লেয়াকত আলী বলেন, ‘সম্প্রতি করোনা ভাইরাস নামে একটি প্রাণঘাতী ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এ অবস্থায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করার ফলে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে হতদরিদ্র অসহায় পরিবার গুলো। এই অসহায় পরিবার গুলোর কিছুটা দুঃখ দুর্দশা লাঘবে আমার ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশাকরি আমার ইউনিয়নে কোন অসহায় মানুষ না খেয়ে কস্ট পাবে না। ভবিষ্যতেও যে কোন দুর্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে থেকে যথাসম্ভব সহায়তা প্রদানের চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। এ জন্য সকলের দোয়া কামনা করি।’
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন