বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রয়াত বিএনপি নেতা আলী হায়দারের ছেলের মৃত্যুঃ জাফরুল ইসলামের শোক

মু. আব্দুস ছবুর, বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার বাঁশাখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে গত শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫ টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ কাইয়ুম (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 
মারা যাওয়া কাইয়ুম সদ্য প্রয়াত বাঁশখালী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আলী হায়দার রনির ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৫ টার সময় আলী হায়দার এর বাড়ির সামনে একটি গাছের ডাল কাটতে উঠে পার্শ্ববর্তী এক মানুষ। ডালটি গিয়ে পড়ে একটি বৈদ্যুতিক তারের উপর। কাইয়ুম নিচে থেকে ডালটি টানাটানি করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারায়। এলাকাবাসী ঘটনাস্থল হতে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুম কে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য যে গত  ৮ ফেব্রুয়ারী কাইয়ুম এর বাবা বিএনপি নেতা আলী হায়দার রনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ছিলেন। তারই শোক কেটে উঠতে না উঠতেই ছোট ছেলে কাইয়ুমের এমন আকষ্মিক মৃত্যুতে পুরো এলাকায়  শোকের ছায়া নেমে আসে।
প্রয়াত বিএনপি নেতা আলী হায়দার রনির ছেলে কাইয়ুমের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাহারচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি  ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট লায়ন নাছির উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন, বাহারচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার আজিম, উপজেলা বিএনপির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম।




বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:



banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.