বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

গন্ডামারা খাটখালী ঘাটে নারায়নগঞ্জ থেকে আগত জাহাজের নোঙর ঠেকালো তরুণেরা

গন্ডামারা প্রতিনিধিঃ গত শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টায় ঢাকা নারায়নগঞ্জ থেকে আগত এস.আলমের কয়লাবিদ্যুৎ প্রকল্পের মালবাহী জাহাজ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী ঘাটে নোঙর করার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় তরুণেরা জেটির কাছে পৌঁছে। সেখানে তারা মেগাফোন হাতে জাহাজের নোঙর টেকাতে স্থানীয় জনসাধারণ এবং প্রজেক্টে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের আহ্বান করে। তাদের আহ্বানে প্রশাসনিক কর্মকর্তারা এগিয়ে আসেন এবং সকলের সহায়তায় জাহাজগুলোর নোঙর ঠেকিয়ে সেগুলিকে ফিরে যেতে বাধ্য করা হয়। এ সময় কয়লাবিদ্যুতে নিয়োজিত প্রশাসনের পক্ষ থেকে এস. আই আরিফ অতি শীঘ্রই খাটখালীর জেটির কার্যক্রম বন্ধ আশ্বাস দেন। স্থানীয় তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, হাফেজ কলিম উল্লাহ মিসবাহ, আতিকুর রহমান, সোলায়মান বাদশা অভি ও এইচএম নাইমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগেও একইরকম নারায়নগঞ্জ থেকে আগত জাহাজের নোঙর ঠেকিয়েছিল এ তরুণেরা। তখন তারা এ নোঙর ঠেকাতে বিনিদ্র রাত্রিযাপন করেছিল। নারায়নগঞ্জে করোনার ভয়াবহ বিস্তারের কারণে সমগ্র দেশবাসীর মনে এ এলাকায় অবস্থানকৃত লোকদের ব্যাপারে আতংক কাজ করছে। এরই অংশ হিসাবে এ তরুণদের এ উদ্যোগ।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.