(এক)
দিন যে কাটে রোদ-বৃষ্টি ঝড়ে,
জানে না শ্রমিক দিবস কি!
ভোর সকালে ছুটে কাজের দৌড়ে।
যেতে হবে তার কাজে
নচেৎ তার চাকরি যাবে পরে,
জীবনের তরে রাখে তারা
অর্থনীতির চাকা সচল করে।
হোক অসুখ থাকতে হবে সুখী
কর্মে হাজিরা থাকা চাই,
তারাই এগিয়ে নিচ্ছে দেশ
স্যালুট হে শ্রমিক ভাই!
(দুই)
জীবন মানে অঘোষিত যুদ্ধ
লড়াই করে বেঁচে থাকা,
বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে-
আপনাকে ব্যস্ত রাখা।
দু'মুঠো অন্নের তরে
যুদ্ধ হয়তো জীবন,
পীপিলিকা ছুটে অবিরত
মৌমাছি করে মধু আহরণ।
থেমে রইল কে?
ক্লান্ত দুপুরে বাঁচার আকুতি
দিনমজুর-রিকশা চালক,
ঝরিয়ে চোখের পানি।
স্বপ্ন হয়তো এখানেই
জীবনের কাছে হার মেনে,
পুষিয়ে রাখা স্বপ্ন গুলোই
দেয় ছুট কাজের সন্ধানে।
চাকরি?
ঘুষের কারাগারে
যখন সার্টিফিকেট অবরুদ্ধ!
জীবন নামের অংকে তাতে-
ভুল হয়ে যায় সূত্র।
বেঁচে থাকার তরে
হাহাকার ধরণী,
ছুটে চলা মানবের
এ যেন জীবন যুদ্ধ।
---------০----------
-----------------------
স্যালুট শ্রমিক ভাই
মাথার ঘাম পায়ে ফেলেদিন যে কাটে রোদ-বৃষ্টি ঝড়ে,
জানে না শ্রমিক দিবস কি!
ভোর সকালে ছুটে কাজের দৌড়ে।
যেতে হবে তার কাজে
নচেৎ তার চাকরি যাবে পরে,
জীবনের তরে রাখে তারা
অর্থনীতির চাকা সচল করে।
হোক অসুখ থাকতে হবে সুখী
কর্মে হাজিরা থাকা চাই,
তারাই এগিয়ে নিচ্ছে দেশ
স্যালুট হে শ্রমিক ভাই!
(দুই)
জীবন যুদ্ধ
জীবন মানে?জীবন মানে অঘোষিত যুদ্ধ
লড়াই করে বেঁচে থাকা,
বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে-
আপনাকে ব্যস্ত রাখা।
দু'মুঠো অন্নের তরে
যুদ্ধ হয়তো জীবন,
পীপিলিকা ছুটে অবিরত
মৌমাছি করে মধু আহরণ।
থেমে রইল কে?
ক্লান্ত দুপুরে বাঁচার আকুতি
দিনমজুর-রিকশা চালক,
ঝরিয়ে চোখের পানি।
স্বপ্ন হয়তো এখানেই
জীবনের কাছে হার মেনে,
পুষিয়ে রাখা স্বপ্ন গুলোই
দেয় ছুট কাজের সন্ধানে।
চাকরি?
ঘুষের কারাগারে
যখন সার্টিফিকেট অবরুদ্ধ!
জীবন নামের অংকে তাতে-
ভুল হয়ে যায় সূত্র।
বেঁচে থাকার তরে
হাহাকার ধরণী,
ছুটে চলা মানবের
এ যেন জীবন যুদ্ধ।
---------০----------
লিখেছেন- তৌহিদ শাহরিয়ার আয়ান
(বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়)
দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ
______##_____-----------------------
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন