জনপদ ক্রাইম ডেস্কঃ বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (৫৪) এর উপর চাঁদার দাবীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী জঙ্গল চাম্বল সোনারখীল এলাকায় তার নিজ মাছের প্রজেক্ট থেকে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয় ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, চাম্বল ইউপির ২ নম্বর ওয়ার্ডের মৃত আহমদুর রহমানের পুত্র আব্দুল মান্নান চাম্বল বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছিল। পশ্চিম চাম্বল এলাকার মৃত ছিদ্দীক আহমদের পুত্র সোহেল, শহিদ ও রেজাউল করিম সহ তার দুই সহযোগী হারুন ও রুহুল আমিন নিজের মৎস্য প্রজেক্টে গিয়ে প্রকাশ্যে চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। হামলার ঘটনায় ব্যবসায়ী আব্দুল মান্নান গুরুতর আহত হয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাঁশখালী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আদনিন মওরিন বলেন, ‘চাম্বল এলাকায় মারধরের ঘটনায় আহত ব্যবসায়ীকে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তার মাথায় ৭ টি সেলাই দেওয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে আমরা হাসপাতালে ভর্তি দিয়েছি।'
বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার জানান, 'চাম্বলে চাঁদা দাবী করে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীর আহত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দৌষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন