বাঁশখালীতে ২জনের করোনা পজেটিভ! ৬ বাড়ি লকডাউন
বাঁশখালীজনপদ ডেস্কঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্র জানিয়েছেন, গত কয়েকদিনে সিভাসুর ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নতুন শনাক্ত ১৩ জন। নতুন শনাক্তদের মধ্যে বাঁশখালীর ২ জন। বাঁশখালীতে করোনা সনাক্ত ২জনই মহিলা।
বাঁশখালীতে এ পর্যন্ত মোট ৪ জন করোনা আক্রান্ত। একজন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার পর বাঁশখালী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আক্রান্তদের বাডিসহ ৬ টি বাডি লকডাউন করে দিয়েছে। তাছাড়া আক্রান্তদের শংস্পর্শে আসা স্বজনদেরও হোমকোয়ারেনটাইনে থাকার নির্দেশ প্রদান করেন প্রশাসন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা সনাক্ত একজন উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া খদুলাপাড়ার রেহেনা বেগম ও অপরজন ছনুয়া ইউনিয়নের তাহেরা বেগম। আক্রান্তদের বিষয়ে নিশ্চিত করে বাঁশখালী উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে আক্রান্তদের বাড়ী লকডাউন করা হচ্ছে বলে জানান থানা পুলিশের ওসি রেজাউল করিম মজুমদার।
উল্লেখ্য, বুধবার চট্টগ্রামে নতুন আক্রান্ত অপর ১১ জন হলেন ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন একজন, বিআইটিআইডি’র একজন, দামপাড়া পুলিশ লাইনের ২ জন, কোস্ট গার্ডের ৩ জন, হাটহাজারীর ১ জন, সীতাকুণ্ডের ১ জন, সাতকানিয়ার ১ জন ও মীরসরাইয়ের ১ জন রয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন