![]() |
বাঁশখালী ইকো-পার্কের গহীন বনে উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করছে বনকর্মকর্তা আনিসুজ্জামান শেখ। |
শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লোকালয়ে গত শুক্রবার (১২জুন) চলে এসেছিল একটি ৮ ফুট লম্বা অজগর সাপ। এ বিষয়টি স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন।
বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মু. কফিল উদ্দিন প্রতিবেদককে জানান, 'লোকালয়ে অজগর সাপ প্রবেশের খবর পেয়ে ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় জনসাধারনের সহযোগিতায় অজগর সাপটি আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার এর নির্দেশে বাঁশখালী বন কর্তৃপক্ষের নিকট অজগরটি হস্তান্তর করি।'
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে উপজেলার বন বিভাগের স্থানীয় কর্মীরা।
উদ্ধারকৃত অজগর সাপটি শনিবার (১৩ জুন) দুপুরে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মু. আনিসুজ্জামান শেখ পরে বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত গহীন বনে অবমুক্ত করেছে।
মু. আনিসুজ্জামান শেখ প্রতিবেদককে সংবাদকে জানান, 'বৈলছড়ির লোকালয় থেকে ৮ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে আজকে বাঁশখালী ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বাঁশখালী ইকোপার্কের গহীন বন অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন