নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুর রহমান সহ ৪ জনের করোনা পজেটিভ হয়েছে।
করোনা পজেটিভ অপরাপর ৪ জন হলেন, বাঁশখালী থানার একজন এসআই, উপজেলা পরিষদের অফিস সহায়ক, কালীপুর ইউপির ২বছরের শিশু ও বানীগ্রাম ইউপির একজন। গত রবিবার (১৪জুন) বিআইটিআইডি, চমেক, সিবাসু'র করোনা পরীক্ষায় এসব ব্যাক্তিদের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভা ও ১৪টি ইউনিয়নে করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহের জন্য এমটিআই জয়নাল আবেদীন, ল্যাব টেকন্যাশিয়ান পরিতোষ বডুয়া ও এসটিআই কোর্স মামুনুর রশিদ দায়িত্ব পালন করে আসছেন।
গত রবিবার সিভাসুর রিপোর্টে বাঁশখালীতে এসিল্যান্ড সহ ৪জনের কোভিড-১৯ করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। সোমবার (১৫জুন) ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬শত ২২জন, করোনা পজেটিভ ৮৩ জন, মোট সুস্থ হয়েছে ৩৩জন, হোমকোয়ারেন্টাইনে আছেন ৪২ জন, হাসপাতালে চিকিৎসাধিন আছেন ৭জন, মৃত্যু হয়েছে ১জনের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, 'গণপরিবহণ ও ব্যাবসা প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে সাধারন মানুষের মাঝে সামাজিক দূরত্ব মেনে চলার পরিবেশ দেখা যায়নি। এখন হতে যদি সামাজিক দূরত্ব মানা না হয় তবে, আগামীতে উপজেলার সর্বত্র ভয়াবহ রুপ ধারণ করবে প্রাণঘাতী করোনাভাইরাস। তিনি আরো বলেন, ইতোমধ্যে বাঁশখালী উপজেলাকে রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন