বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ৫৬২টি মসজিদে ২৮লক্ষ টাকার সরকারী অনুদান বিতরণ

শিব্বির আহমদ রানাঃ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৫শত ৬২টি মসজিদে ৫ হাজার টাকা করে সরকারী অনুদান বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের চেক তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোমেনা আক্তার।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ইউএনও মোমেনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথম ধাপে উপজেলার কালীপুর, বৈলছড়ি, বাহারছড়া, সরল, চাম্বল, শেখেরখীল ইউনিয়নের মসজিদগুলোতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। বাকী মসজিদে এ অনুদান দ্রুত পৌঁছানো হবে। ৫৬২টি মসজিদের জন্য ২৮ লাখ ১০ হাজার টাকা অনুদান এসেছে।
ইসলামী ফাউন্ডেশন বাঁশখালী শাখার এর উদ্যোগে অনুষ্ঠিত বাঁশখালীর সকল মসজিদের ইমাম মোয়াজ্জিমদের জন্য সরকারী অনুদান বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসের  সিএ  নুরুল হুদা, বাঁশখালী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার এম.এ. নুরুল কবির, উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ও ইসলামী ফাউন্ডেশন বাঁশখালী শাখার ইনচার্জ মাও: আকতার হোছাইন, উপজেলা যুবলীগের নেতা সেলিম উদ্দীন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মু. আবুল কালাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক ফাহিম, সরল ইউনিয়ন ওলামালীগের সভাপতি মাওঃ নুরুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের সভাপতি-সম্পাদক ও মসজিদের ইমাম-মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
ইসলামী ফাউন্ডেশন বাঁশখালী শাখার ইনচার্জ মাও. আকতার হোসেন বলেন, 'প্রথমধাপে উপজেলার ৬টি ইউনিয়নের ২৫৬ টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। দ্বিতীয ধাপে বাকী মসজিদগুলোতেও প্রদান করা হবে। তবে, আমাদের করা তালিকায় কোন মসজিদ বাদ পড়ে গেলে বিবেচনা করে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে তাদের তালিকা করে অনুদান প্রদান করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুদানের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্রমতে, সারা দেশে ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রতিটিতে ৫ হাজার টাকা হারে এই অনুদান দেওয়া হচ্ছে।

সরকারী অনুদান প্রদানকালে প্রধানমন্ত্রীর কল্যাণ ও সার্বিক সুস্থতা এবং বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.