নিজস্ব প্রতিবেদকঃ সিনিয়র মোহাদ্দিস হেফাজত ইসলামের মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বাঁশখালী আসছেন।
আগামীকাল তিনি চট্টগ্রামের হাটহাজারি থেকে বাঁশখালীর উদ্যেশ্যে আছরের নামাযের আগে পৌছাবেন। এ সময় বাঁশখালী আজিজিয়া কাছেমুল উলূম মাদ্রাসায় অবস্থান করে মাগরিবের আগেই বাঁশখালী ছাড়বেন বলে বিশেষ সূত্রে জানা যায়।
আজিজিয়া কাছেমুল উলূম মাদরাসার মোহতামিম মাও. মো. আজিজুল হাসান বাঁশখালী জনপদকে জানান, 'আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর আগামীকাল বাঁশখালীতে আসছেন এবং মাদরাসায় অবস্থান করবেন বলে শুনেছি। হুজুরের আগমনের কারণ এখনো জানিনা।'
আবদুল মোহসেন বাঁশখালী জনপদকে জানান, 'মূলত হুজুর আমারর বন্ধুবর হাফেজ সিরাজের আকদ অনুষ্টানে আসছেন। আগামীকাল বাদে আছর আজিজিয়া কাছেমুল উলূম মাদ্রাসায় উলামায়ে ক্বেরামদের উদ্দেশ্যে ইসলাহী নসীহার পেশ করার পর বন্ধুবর স্থানীয় কালিপুর মুহাম্মাদ দীঘির পাড়ের বাহরাইন প্রবাসী হাফেয মুহাম্মাদ সিরাজ এর আকদ পড়াবেন। আকদ শেষ করে মাগরিবের আগেই তিনি বাঁশখালী ছাড়বেন।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন