নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় উপজেলার শিলকুপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কানুসারেং বাড়ী পুরাতন মসজিদ সংলগ্ন শিলকুপ প্রধান সড়কের মোড় থেক তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, শিলকুপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মাইজ পাড়া ওমর মিয়া বাড়ীর মোস্তফা আলীর পুত্র মু. গিয়াস উদ্দিন প্রকাশ হামিদ (১৮), মাইজ পাড়ার কুইরগ্যার বরবাড়ির দেলোয়ার হোসেন এর পুত্র মু. তারেক (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাযের সময় মুসল্লিরা মসজিদে গেলে মানুষের আনাগোনা কমে যাওয়ায় ডাকাতির প্রস্তুতি নিতে গোপনে উৎপেতে থাকে যুবক শ্রেনীর একটি দল। ওইদিন রাতে এক পথচারীকে দা, ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে এন্ড্রয়েট মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে ৯৯৯ এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রেমতে, 'ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দু'জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থেকে ১টি খেলনার পিস্তল, ৩টি ধারালো ৪৬" লম্বা কিরিচ উদ্ধার করা হয়।
থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, 'ডাকাতির প্রস্তুতিকালে দু'যুবককে আটক করেছে পুলিশ। এদের বিরোদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে দুটি মামলা রজু করা হয়েছে বলেও জানান তিনি।'
স্থানীয়দের অনেকে এসব যুবক শ্রেনীর সাথে কিছু প্রভাবশালী মহল যুক্ত আছে বলে ধারণা করছে। সন্ধ্যা হলেই গ্রামে রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে থাকে কিশোরের দল। এরা রাত ঘনিয়ে এলেই সড়কে দা, ছুরি উঁচিয়ে, পিস্তলের ভয় দেখিয়ে ছিন্তাই, ডাকাতি করে সর্বস্ব হাতিয়ে নেয় পথচারী থেকে।
আটক দুই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন