নিজস্ব প্রতিবেদকঃ প্রশাসনের পক্ষ থেকে বার বার সর্তক করার পরও দোকানে মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং দোকানে ট্রেড লাইসেন্স না থাকা সহ অপরিচ্ছন্নতার অভিযোগে ৩ দোকানদারকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাজার মণিটরিং এর সময় বাঁশখালী উপজেলার শীলকুপ টাইমবাজারে বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এসময় নুরুল কাদের এর মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০হাজার টাকা, নুরুল কবিরের চা দোকানকে ৪হাজার টাকা, কফিল উদ্দিনের মিজবাহ্ পোল্ট্রি ফিড কে লাইসেন্স না থাকায় মৎস্য খাদ্য ও পোলট্রি আইন-২০১০-এ ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার জানান, প্রায় দোকানে দ্রব্যমূল্যর তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন সহ লাইসেন্স না থাকার অভিযোগে ৩ দোকানদারকে জরিমানা করা হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মণিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, প্রতিটি দোকানেই প্রশাসনের বাজার মণিটরিং অব্যাহত থাকবে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন