নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত শিশুর নাম মু. মাহমুদ উল্লাহ (৪)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় বাড়ির পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটি উপজেলার শিলকুপ ইউনিয়নের পূর্ব মনকিচর ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার মৃত্যু হারুনর রশিদ এর পুত্র বলে জানা যায়।
নিহতের চাচা মু. কামাল উদ্দিন জানান, 'মাহমুদ উল্লাহকে আছরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও যখন শিশুটির সন্ধাঁন পাওয়া যায়নি, তখন তারা সন্দেহ করে বাড়ীর পাশের পুকুরে খোঁজাখুঁজি করে। পুকুরে ডুব দিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের তলায় ডুবন্ত অবস্থা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ততক্ষণে শিশুটি পুকুরেই মারা যান।
নিহতের ফুফি তছলিমা বেগম ধারণা করছে, শিশুটি আছরের পর পুকুরে হাত মুখ ধৌত করতে গিয়েই সবার অগৌচরে পিছলে পড়ে যায়। সন্দেহ করে পুকুরে খোঁজাখুঁজি করলে তার চাচা পুকুরে ডুব দিয়ে রাত ৯টার সময় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন