বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী উপজেলা প্রশাসনের সাথে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব মহান প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তার কাযার্লয়ে বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নিবার্হী অফিসার মোমেনা আক্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে, বাঁশখালী থানার ওসি তদন্ত মো. কামাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাস্থবির, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল স্থবির, কাহারঘোনা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রজিৎ স্থবির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের আবাসিক ভিক্ষু শীলরত্ন থের, কাউন্সিলর তপন বড়ুয়া, সাবেক ইউপি সদস্য প্রিয়তোষ বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃদুল কান্তি বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, অনিল বড়ুয়া, লোকপাল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, বাসুদেব বড়ুয়া, সাংবাদিক হিমেল বড়ুয়া, অসীম বড়ুয়া, রতন বড়ুয়া, পুলিন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া,খোকন বড়ুয়া, উদিপ বড়ুয়া, রণজিৎ বড়ুয়া, ভোলা বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ। 
সভায় বক্তারা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিতব্য মহান প্রবারণা পূর্ণিমা সরকারি নিয়মনীতি মেনে উদ্যাপনের জন্য আলোচনা করা হয় এবং আগামী ১৪ অক্টোবর থেকে বাঁশখালীর বৌদ্ধ বিহার গুলোতে যে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে তা যথাযথ বিধি বিধান অনুসারে পরিচালনা করার জন্য আহবান জানানো হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানাদি যথাযথ ভাবে সম্পাদনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামগ্রিক সহযোগিতা প্রদান করা হবে বলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোমেনা আক্তার জানান।

-প্রেসবিজ্ঞপ্তিঃ


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:


  • banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.