মু. মিজান বিন তাহেরঃ যাত্রীদের দুর্ভোগ কমাতে চট্টগ্রামের বাঁশখালীতে নতুন বাস সার্ভিস চালু করেছে এস আলম। চট্টগ্রামের বাঁশখালী চাম্বল ও জলদী সদরে থেকে চট্টগ্রাম সিনেমা প্যালেস ও ঢাকা সহ বিভিন্ন জেলায় এস আলমের নতুন বাস সার্ভিস চালু হয়েছে। রবিবার সকালে এই সার্ভিসের উদ্ধোধন করেন চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রতিদিন সকাল থেকে ১৫ মিনিট পরপর এ রুটে বাস চলাচল করবে।
প্রাথমিকভাবে ১৫ মিনিট পর পর এ গাড়ি চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওনা করবেন ও আরো কাউন্টার বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ভোধন অনুষ্টানে এস আলম গ্রুপের জি এম মোঃ আবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি,এম মনছুর আলী,এড. তোফাইল বিন হোসাইন,মানিকুল আলম মানিক,হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসেন সহ পৌর কাউন্সিলর বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন