বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীর শিলকুপ টাইম বাজারে একরাতেই ৪ দোকানে দুর্ধর্ষ চুরি!


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ টাইমবাজারে একরাতে ৪টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এসব দোকান চুরি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার সকালে দোকান খোলার পর চুরি হওয়া বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের।

চুরি হওয়া দোকানগুলো হলো- টাইম বাজারের সাওদাগর প্রো: ফজলুল করিমের বেলাল স্টোর, প্রো: দেবাশীষ তালুকদারের আন্না স্টোর, প্রো: মোশাররফের এসকে নেট (ওয়াইফাই) অফিস, প্রো: স্বদেশ বড়ুয়ার শিবলী ফার্মেসী। দোকানের পিছনের দিক দিয়ে টিনের চালায় উঠে সিঁধ কেটে তালা ও ক্যাশ ভেঙে নগদ অর্ধলক্ষ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

মুদি দোকানের মালিক ও টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য মু. ফজলুল করিম জানান, তার দোকানের পিছনে টাইমবাজার জামে মসজিদের ছাদ বেয়ে দোকানের ছাদের উপরে উঠে সিঁধ কেটে, পরে লোহার রড দিয়ে তালা ভেঙ্গে মুদির দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা ও ৭০ হাজার টাকা মুল্যের কিছু সিগারেটের প্যাকেট নিয়ে যায়। দোকানের অভ্যন্তরে ক্যাশ ভাঙ্গার কাজে ব্যবহৃত লোহার রড পাওয়া যায়।

আন্না স্টোরের প্রো: দেবাশীষ তালুকদার জানান, 'ক্যাশ ভেঙে নগদ ৬ হাজার টাকা ও তেল, মসলাজাতীয় পন্য সহ আনুমানিক ৩৫ হাজার মুল্যের মুদির মালামাল নিয়ে যায় চোরের দল।'

এস.কে নেট (ওয়াফাই) এর প্রো-মোশাররফ জানান, 'আমার অফিসের তালা ভেঙে ১৫ হাজার টাকা মুল্যের একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। শিবলী ফার্মেসীর প্রো: স্বদেশ বড়ুয়া জানান, 'দোকানের পিছন দিক দিয়ে উপরে উঠে ক্যাশ থেকে সাড়ে ৭হাজার নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে চুরের দল।'

এ বিষয়ে টাইম বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলতান আহমদ জানান, 'দোকানের পেছন থেকে সিঁধ কেটে চুরের দল ৪টি দোকান চুরি করার বিষয়ে আমি জেনে পরিদর্শন করে বাঁশখালী থানা পুলিশকে বিষয়টি জানালে তারা চুরির বিষয়ে আলামত ও সিসি টিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে। প্রশাসনের সহযোগীতায় চোর চিহ্নিত করা হবে বলেও জানান তিনি।'

বাঁশখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মং থোয়াই ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, 'বাজারে নিয়মিত ৩ জন পাহারাদার রয়েছে। চুরির বিষয়টি খুবই দুঃখজনক। দোকান চুরির বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.