নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ৪ দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়েগেছে। গত বুধবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ১২টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা সহ মালামাল পুড়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশখালী পৌরসভার শাহ্ আস্করিয়া সড়ক সংলগ্ন এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললে তারা আগুনের সূত্রপাত নিয়ে সঠিক তথ্য দিতে পারেননি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
এতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- শাহ্ আস্করিয়া ফটোস্ট্যাট এন্ড স্টেশনারীর প্রোফাইটর মু. বেলাল হোসাইন, মুদির দোকান বশর স্টোরের মুহাম্মদ আবুল বশর, শাহ্ মোহছেন আওলীয়া ফার্মেসীর প্রোফাইটর রাজীব তালুকদার, কামাল ইলেকট্রিক স্টোরের মু. কামাল উদ্দিন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মু. আবুল বশর ও মু. বেলাল হোসাইনের সাথে কথা বললে তারা জানান, 'প্রতিদিনের মতো আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত আনুমানিক সাড়ে ১২টায় খবর পেয়েছি আমাদের দোকানে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষনে আমাদের ৪ দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আমাদের প্রায় ৪০ লক্ষাধিক পরিমান টাকার ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। এখন আমাদের আয়ের একমাত্র উৎস পুড়ে ছাই হয়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি।'
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার (ইনচার্জ) লিটন বৈষ্ণব জানান, ' শাহ্ আস্করিয়া সড়ক সংলগ্ন দোকানে অগ্নিকান্ডের ঘটনাটি আমাকে প্রথমে বাঁশখালী থানা পুলিশের ওসি মোহাম্মদ সফিউল কবীর জানালে সাথে সাথে আমি ও আমার টিম ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ এক ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, 'যথাসময়ে খবর না পেলে আগুন পার্শবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতির আশংকা ছিল।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন