জনপদ ডেস্কঃ বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় তানভির হাছান সিকদার তাছনিম (২১) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তানভির হাছান সিকদার বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সম্পাদক।
তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদারের নতুন বাড়ী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা আবুল শমা মুহাম্মদ ইউসুফের প্রথম পুত্র। তারা দু'ভাই এক বোন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 'মোটর সাইকেল আরোহী তানভীর সিকদার একটি কাজে সকাল ১০টায় গুনাগরি যাওয়ার জন্য বের হয়। যাত্রামুখে এই সময় চেচুরিয়ায় এলে একটি বিপরীত মুখি সিএনজির সাথে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা তানভীর নিহত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাঁশখালী উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন