নিজস্ব সংবাদদাতাঃ বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়কে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে মো. রুবেল (১৬) নামে কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে এ ঘটনাটি ঘটে। বাঁশখালী থানা পুলিশের এসআই প্রদীপ চক্রবর্ত্তী কিশোরের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট তৈরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় বাঁশখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার মোস্তাফিজুর রহমানের পুত্র মো. রুবেল দুটি চাকুরি করত। দিনে উপজেলা সদরের সোনালী ব্যাংকের নীচে ওয়ালটন শো রুমে এবং রাতে উপজেলা ডাকঘরে মাস্টার রোলে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল। ওয়ালটন শো রুমের পক্ষ থেকে সে এবং অপর এক সহকর্মীসহ দুজনকে আস্করিয়া রোডের তমিজ উদ্দীনের মালিকানাধীন ভাড়া বাসা করে দেয়। সেখানে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সিলিং ফ্যানে বাঁধা দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
জানা যায়, মু. রুবেল চলতি বছরে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। দিনে উপজেলা সদরের সোনালী ব্যাংকের নীচে ওয়ালটন শো রুমে এবং রাতে উপজেলা ডাকঘরে মাস্টার রোলে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল। তবে কি কারণে তার মৃত্যু ঘটেছে তা এখনো জানা যায়নি। রুবেলের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, 'যুবকের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে প্রেরন করা হয়েছে। তদন্ত রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন