বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সড়কে কত লাশ ঝড়লে টনক নড়বে প্রশাসনের: যুব আন্দোলনের নেতৃবৃন্দ


জনপদ ডেস্কঃ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার সময় চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পরিষদের সামনে বাঁশখালী প্রধানসড়কেই ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও যানযট মুক্ত নিরাপদ সড়কের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, যুব নেতা, মাও. জাওয়াদুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন- চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা আব্বাস উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী থানার সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম প্রমূখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা, ‘সড়কে আর কত লাশ ঝড়লে প্রশাসনের টনক নড়বে। বাঁশখালী প্রধানসড়কে নিত্য দুর্ঘটনায় প্রতিনিয়ত নিহত ও অঙ্গহানির শিকার হচ্ছে সাধারণ লোকজন। প্রতিদিনই পত্রিকার পাতায় বাঁশখালী প্রধানসড়কের দুর্ঘটনার শিরোনাম হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণ, মূলসড়কের সীমানা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, ফুটপাতে গড়ে উঠা কাঁচাবাজার সরিয়ে নেওয়া, গাড়ী পার্কিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করণ, রোড ডিভাইডারসহ ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবী জানান।’

মানববন্ধন শেষে তারা ১৯টি দাবি সম্বলিত বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখা এর নেতৃবৃন্দ সহ বাঁশখালী যাত্রী কল্যাণ পরিষদ, বাঁশখালী জনকল্যাণ পরিষদ এবং সর্বস্তরের ছাত্রজনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও. মুফতি নুরুল আমীন, মনছুর আলী, যুব নেতা, আবু ফাইজা, আমান উল্লাহ হাসান, এহসান উল্লাহ, নুর আহমদ সিদ্দিকী, কেফায়েত উল্লাহ, কাজী আবেদুর রহমান, ছাত্র নেতা আরফাত হোসাইন, সরওয়ার আলম, মু. এয়াছীন।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.