প্রেসবিজ্ঞপ্তি: বাঁশখালী প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রোববার সকালে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা বাঁশখালী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী প্রেসক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার।
দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা'র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা দিবস ও শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন- বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল আলম, বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মোহন মিন্টু, পুর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক দেশ এর প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার এর প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক সকালের সংবাদ প্রতিনিধি দিদারুল আলম, মো: রিয়াদুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অমাদের মাতৃভাষা বাংলা একটি সমৃদ্ধ ভাষা। মনের ভাব প্রকাশের জন্য বাংলা ভাষার কোন বিকল্প নাই। মাতৃভাষা বাংলাকে ইদানিং ইংরেজী ও অন্যন্য ভাষার সাথে সংমিশ্রণ করে ব্যবহার করা হচ্ছে যা ভাষার স্বকীয়তা নষ্ট করছে বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।
এর আগে বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদরে প্রতি গভীর শ্রদ্ধা জানান বাঁশখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন