বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে নিরাপদ সড়কের দাবিতে ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত


জনপদ ডেস্কঃ বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট মুক্ত নিরাপদ সড়কের দাবিতে ইসলামী যুব আন্দোলন (বাঁশখালী) পুকুরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পুকুরিয়া চাঁদপুর বাজার ইউনিয়ন ব্যাংক চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

আজ ২১ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০ টায় ইসলামী যুব আন্দোলন (বাঁশখালী) পুকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোস্তাক আহমদ এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম- চট্টগ্রাম এর সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি যুব নেতা মাওলানা মোবারক হোসেন আসিফ।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আবুল কালাম, পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড  ইউপি সদস্য জনাব ফরিদ আহমদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট যুব নেত নুর আহমেদ সিদ্দিকী, ইসলামী আন্দোলন পুকুরিয়া ইউনিয়ন সহঃ সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আনাছ আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রবাসী নেতা মাওলানা এনামুল হক জিহাদী, পুকুরিয়া ইউনিয়ন শাখার  সংখ্যালঘু  বিষয়ক সম্পাদক ও সাবেক পুলিশ কর্মকর্তা জনাব জাফর আহমদ।  

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন পুকুরিয়া ইউনিয়ন শাখা সহসভাপতি মাওলানা ঈছা জিহাদী, ইশা ছাত্র আন্দোলন পুকুরিয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দীন আজাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ মাহফুজুর রহমান, মুহাম্মদ সাকিব উদ্দীন, মুহাম্মদ মোস্তাকিম প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।  মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে ১৯ দফা ঘোষণা করেন, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহঃসভাপতি কলামিষ্ট ও সাহিত্যিক নুর আহমেদ সিদ্দিকী।  

মানববন্ধনে ঘোষিত দাবী সমূহঃ- ১) রাস্তা প্রশসতকরণ,ড্রেন নির্মাণ  ও কমপক্ষে তিন ফুট' ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে। ২) জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও আন্ডার পাসের ব্যবস্থা করতে হবে। ৩) শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধক ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে। ৪)স্পীড ব্রেকারে সবসময় স্বচ্ছ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহৃের ব্যবস্থা করতে হবে। ৫) সড়কের মূল সীমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি সরানো ও অবৈধ স্থাপনা সমূহ উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।  ৬) প্রধান সড়কের পাশ থেকে হাট- বাজার সরিয়ে ফেলার যথাযথা ব্যবস্থা গ্রহণ, রাম্তার পাশে মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার করতে হবে। ৭) প্রধান সড়কের প্রতিটি জংশন/ বাজারে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। ৮) মোটর বাইকে একাধিক যাত্রী নিষিদ্ধ, হেলমেট বিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে। ৯)যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে। ১০) বৈধ কাগজপত্র ছাড়া গাড়ী ও অপ্রাপ্ত বয়স্ক এবং ড্রাইবিং লাইসেন্স বিহীর চালক নিষিদ্ধ করতে হবে।  ১১) যানবাহন চালক/যাত্রী সকলের জন্যে ধূমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ও গান বাজনা নিষিদ্ধ করতে হবে। ১২) গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন / হেড ফোনে কথা বলা ও গান শোনা নিষিদ্ধ করতে হবে। ১৩) যত্রতত্র পাকিং, যাত্রী উঠা নামা ও গাড়ি থামানো নিষিদ্ধ করতে হবে। ১৪) চালক ও যাত্রীদের সতর্কতার লক্ষ্যে  প্রধান সড়কে সিগন্যাল  সিস্টেম  এবং গতিসীমা উল্লেখ পূর্বক প্লে- কার্ড স্থাপন করতে হবে। ১৫) মোটরযান আইন,নিরাপদ সড়ক পরিবহণ আইন ও ট্রাফিক আইন অমান্যকারী চালককে দ্রুত আইনের আওয়াতায় আনতে হবে।  ১৬) সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের সু-চিকিৎসা নিশ্চিত এবং মৃত ব্যক্তির পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ১৭) বাস, ট্রাক, পিকআপ ও সিএনজির টার্মিনাল  নির্মাণ করতে হবে। ১৮) প্রধান সড়কে শব্দদূষণ ও বায়ুদূষণকারী সকল যানবাহন নিষিদ্ধ করতে হবে। ১৯) জুমা মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপসনালয় গুলোতে এ ব্যাপারে সতর্কতামূলক আলোচনা করার জন্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ব্যবস্থা গ্রহণে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.