বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ


শিব্বির আহমদ রানাঃ
 
বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন, পৌরসভার দক্ষিণ জলদী ও চাম্বল ইউনিয়ন নিয়ে গঠিত 'বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ' (নিবন্ধন-৮১) এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৩টায় উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

১২ টি পদে বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন। এতে সমায় বিধিমালা ৪ এর ৩২ বিধিমতে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ এপ্রিল সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্ধে সভাপতি পদে জয়নুল আবেদিন (ছাতা), মুজিবুল হক চৌধুরী (চেয়ার), সহ-সভাপতি পদে মিজানুর রহমান সিকদার (হারিকেন), মোশারফ হোসেন (টেবিল), মোঃ সোলতান মাসুদ (দেয়াল ঘড়ি), সাখাওয়াত হোসেন আসিফ (চাকা), সাধারণ সম্পাদক পদে কমরুল ইসলাম (কলস), মোজাফ্ফর আলম (ফুটবল), কোষাধ্যক্ষ পদে মোঃ বদিউল আলম (গোলাপ ফুল), মোঃ আলমগীর (জাহাজ), জাহাঙ্গির আলম (মোরগ), সাধারণ সদস্য পদে ১নং ব্লক-জলদীতে আব্দুল মালেক (মাছ), মোঃ সোনা মিয়া (তালা-চাবি), ২নং ব্লক শিলকুপে মোঃ আলমগীর (আম), দিল মোহাম্মদ (মাছ), রফিক আহমদ (ডাব), রুনা লায়লা (প্রজাপতি), ৩ নং ব্লক মনকিচরে মোহাম্মদ ছিদ্দিক (মাছ), মোহাম্মদ বেলাল উদ্দিন (তালা-চাবি), ৪নং ব্লক চাম্বলে আমেনা বেগম (মই), মোহাম্মদ আছমত আলী (তালা-চাবি), নাছির চৌধুরী (মাছ) প্রতিক পেয়েছেন।

এতে সমায় বিধিমালা ৪ এর ৩২বিধিমতে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচিতরা হলেন- ১ নং ব্লকে আব্দুল মালেক (মাছ), মোঃ সোনা মিয়া (তলা-চাবি), ৩ নং ব্লকে মোঃ বেলাল উদ্দিন (তলা-চাবি) ও মোঃ ছিদ্দিক (মাছ)।

প্রতিক বরাদ্দের সময় বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার গাজী মু. ফারুখ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক সহ বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ২০০৮ সালে নিবন্ধিত ও প্রতিষ্টা লাভ করে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ৫ এপ্রিল সমিতির ২য় তম নিবার্চন অনুষ্ঠিত হবে। অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথম নির্বাচনের মেয়াদ পূর্তির দীর্ঘ পাঁচ বছর পর সমিতির ২য় তম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আসন্ন নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। প্রতিক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা সরবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নির্বাচনে তালিকাভূক্ত সমিতির (শীলকূপ ২৬১জন, মনকিচর ১২৩ জন, দক্ষিণ জলদী ৩২০জন, চাম্বল ১২২ জন) ৮২৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।




বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.