advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ছিন্তাইকারীর ছুরিকাঘাতে মুরগী ব্যবসায়ী নিহত

 ছিন্তাইকারীর ছুরিকাঘাতে নিহত ব্যবাসী মু. নু রুল ইসলাম।

নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় বাড়ী ফেরার পথে মুহাম্মদ নুরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চাম্বল উচ্চ বিদ্যালয় সড়ক সংলগ্ন এলাকায়। 

নিহত নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র বলে জানা যায়। নুরুল ইসলাম একজন পাইকারী ও খুচরা মুরগি ও ডিম ব্যবসায়ী। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পূর্ব থেকে উৎপেতে থাকা ছিন্তাইকারীরা তাকে গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তাকে বুকের মাঝে ছুরিকাঘাত করে হাতে থাকা নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা লাখ টাকা ছিন্তাই করে নেয়।ছুরিকাঘাত কারার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।' 

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ সফীউল কবির জানান, 'প্রতিদিনকার মতো ব্যবসায় কাজ সম্পন্ন করে নুরুল ইসলাম বাড়ী ফেরার পথে ছিন্তাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িতদের বিরোদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।'



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com



কোন মন্তব্য নেই