নিজস্ব সংবাদদাতাঃ বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া মনুমিয়াজি বাজারে অনির্বাণ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত সী-প্লাজার ২য় তলায় 'ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্র'র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শুভ উদ্বোধক বাঁশখালী উপজেলা হাসপাতালের সাবেক টিএস ডা. হারুন-অর রশিদ।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জসিম উদ্দিন আল হাসান।
সাংবাদিক শিব্বির আহমদ রানার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ছনুয়া মনুমিয়াজি বাজার সী-প্লাজার স্বত্বাধিকারী করিম নেওয়াজ চৌধুরী, সাংবাদিক আবু ববকর বাবুল, ছনুয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মু. সরোয়ার আলম, ছনুয়া ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাশমত আরা বেগম, ইউপি সদস্য শাহেদা বেগম, ইউপি সদস্য তৌহিদা বেগম, ছনুয়া মনুমিয়াজি বাজার পরিচালনা কমিটির সভাপতি শামশুল আলম, ছনুয়া ফাতেমাতুজ জোহরা এবতেদায়ী মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মু. আলমগীর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, 'ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্র, ছনুয়া উপকূলীয় অঞ্চলের গণমানুষের কাছে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে পৌছিয়ে দিবে। বিশেষ করে ছনুয়ার মতো দূর্গম এলাকার মা-বোনেরা ডেলীভারীর সময় যে দূর্বিসহ যন্ত্রণা ভোগ করে তা লাঘবে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা নরমাল ডেলিভারী ও সেবা প্রদান করবে এ প্রতিষ্ঠান।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন