advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

মেডিকেল ভর্তি পরিক্ষা: মেধা তালিকায় বাঁশখালীর নুর উদ্দীন পারভেজ


নিজস্ব প্রতিবেদকঃ
 
দেশের মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে গত রোববার (৪ এপ্রিল) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  

এবার মেধা তালিকায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের নুর হোসাইনের ছেলে নুর উদ্দিন পারভেজ চট্টগ্রাম সিটি কলেজ থেকে অংশগ্রহণ করে যশোর মেডিকেল কলেজে ৩৪০৯ তম মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৬৯.২৫।  

নুর উদ্দিন পারভেজ গন্ডামারা আল কোরআন মডেল একাডেমী থেকে ২০১২ সালে পিএসসি'তে এ'প্লাস গ্রেড,  গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে জেএসসি'তে  এ'গ্রেড,  চাঁদগাঁও এন.এম.সি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি'তে এ'প্লাস, ২০২০ সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে   বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি'তে এ'প্লাস পেয়েছেন।  

গন্ডামারা আল কোরআন মডেল একাডেমী ও গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, 'নুর উদ্দিন পারভেজ আমার প্রতাষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমাদের ধারণা ছিল সে এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় সফলতার সাথে মেধা তালিকায় স্থান করে নিবে। নিয়েছেনও তিনি। আমরা তার সুন্দর উজ্বল ভবিষ্যৎ কামনা করি।'  

গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির হোছেন বলেন, 'গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা গ্রামে এই প্রথম কেউ মেডিকেলে সুযোগ পেয়েছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমারা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।'  

উল্লেখ্য, এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন গত ২ এপ্রিল পরীক্ষায় অংশ নেন। 



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com








কোন মন্তব্য নেই