শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরকারীভাবে অভ্যন্তরিণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মে) উপজেলার চাঁনপুর এল. এস. ডি. (খাদ্য গুদামে) উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
উদ্বোধনী দিনে অভ্যন্তরিণ চাষীদের থেকে ৮ হাজার ৬শত কেজী ধান সংগ্রহ করা হয়। এ সময় কৃষকদের মাঝে ধানের মূল্য বাবদ চেক হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, বাঁশখালী চাঁনপুর ঘাট এলএসডি'র (খাদ্য গুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা কপিল উদ্দিন সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
চলতি বছরে সরকার নির্ধারিত প্রতিকেজী ধানের মূল্য ২৭ টাকা এবং চালের মুল্য ৩৯ টাকা। নির্ধারিত মূল্যেই স্থানীয় চাষীদের থেকে ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে বলে জানান তারা।
বাঁশখালীর ৭৯৫ জন নিবন্ধিত কৃষক আগামী ১৬ আগস্ট ২১'পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরকারী গুদামে ধান ও চাল বিক্রি করতে পারবেন বলে জানানো হয়।
উল্লেখ্য, এ বছর বাঁশখালীতে ৮৭০ মেট্রিকটন ধান ও ৩৯৫ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন