জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে জেনারেটর বন্ধ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ আমান উল্লাহ (২৩) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ডেকোরেশন শ্রমিক মুহাম্মদ আমান উল্লাহ দক্ষিণ জালিয়াঘাটা কানুনগোখীল মিয়াজাইন্যার বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার কবির আহমদের ২য় পুত্র। আমান উল্লাহ্ বিয়ে করেছে সবেমাত্র ৪ মাস পূর্ণ হলো। তার মা লায়লা বেগম ক্যান্স্যার আক্রান্ত রোগী, বাব কবির আহমদ হার্টের রোগী।
শুক্রবার (১৮ জুন) সকাল আনুমানিক ৫ টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার কানুনগোখীল তৈজারো বাড়ি এলাকায় বিয়ে বাড়ির জেনারেটর বন্ধ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীসূত্রে জানা যায়, 'আমান উল্লাহ্ একজন ডেকোরেশন শ্রমিক। ওই এলাকার আবুল মেম্বারের ছোট ভাই প্রবাসী আবু ছালেকের বিয়াতে ডেকোরেশন শ্রমিকের কাজ করতে গিয়ে আমান উল্লাহ আজ ফজরের নামাযের পরেই সকাল ৫টার দিকে জেনারেটর বন্ধ করতে গেলেই অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন।
বিদ্যুৎস্পৃষ্ট আমান উল্লাহ্কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে ওখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন