advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল লিচুসহ ৫ শতাধিক গাছ “Banskhalijanaphad24.com"


জনপদ ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় ব্যক্তি মালিকানাধিন লিচু বাগান দুর্বৃত্তের দেয়া আগুনে প্রায় ২০ লক্ষাধিক টাকার লিচুসহ ৫ শতাধিক লিচু গাছ পুড়ল। 

এ ঘটনায় বুধবার (২ জুন) ক্ষতিগ্রস্থ বাগান মালিক আবু বক্কর বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওসি বাঁশখালী থানাকে নির্দেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর পাহাড়ি এলাকায় আবু বক্কর, আবু ছালেক ও মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন প্রায় ১৩ একর জায়গার লিচু বাগানে অগ্নিসংযোগ করে কতিপয় দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে যায় প্রায় ২০ লক্ষাধিক টাকার লিচুসহ প্রায় ৫ শতাধিক লিচু গাছ। 

ক্ষতিগ্রস্থ বাগান মালিকরা জানান, একই এলাকার ইয়াছিনুল হক জুয়েল, মোরশেদুল হক সোহেল, এহছানুল হক ছোটন ও নুরুল হক সহ তাদের লোকজন দীর্ঘদিন থেকে আমাদের মালিকানাধীন লিচু বাগান দখল করতে বিভিন্ন পায়তারা শুরু করে। এরই প্রেক্ষিতে গত ৯ মে বাগান দখলে নিতে তারা আগুন ধরিয়ে দেয় লিচু গাছে। এতে ১৩ একর জায়গা জুড়ে লিচু সম্বলিত ৫ শতাধিক গাছ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয়েছে অন্তত ২০ লক্ষাধিক টাকা।
 
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘কালীপুরের পাহাড়ে একটি ফলজ বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ বাগান মালিক। আদালতের নির্দেশে তদন্ত পূর্বক শিঘ্রই প্রতিবেদন দাখিল করা হবে।’



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই