advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

মুজিব বর্ষের উপহার, বাঁশখালীতে ঘর পাবে আরও ৪০ পরিবার “Banskhalijanaphad24.com"


নিজস্ব সংবাদদাতাঃ
 চট্টগ্রামের বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ আরো ৪০টি ভূমিহীন পরিবার পাচ্ছে সরকারী বসতঘর। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এসব ঘর হস্তান্তর করবেন বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এর আগে প্রথম পর্যায়ে বাঁশখালীর পূর্ব জলদী দিঘীর পাড় এলাকায় ২৫ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে এবার পুকুরিয়া নাটমুড়া এলাকায় দুই ধাপে ২৬টি এবং ১৪টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী। তিনি আরো বলেন, প্রতিটি ঘরে ইটের দেয়াল, কংক্রিটের মেঝ এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষসহ একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।’ প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৬টি নতুন ঘরের মধ্যে সরকারি তহবিল থেকে ২২টি এবং বাকি ৪টির মধ্যে উপজেলা বিসিএস এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন ১টি, উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ১টি, মাধ্যমিক, দাখিল ও কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কর্তৃক ১টির নির্মাণ ব্যয় বহন করা হয়েছে। অপরদিকে ১৪টি ঘর মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের দ্বিতীয় প্রকল্পের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না।’ তারই লক্ষ্যে বাঁশখালীতে প্রথম পর্বের ২৬টি এবং দ্বিতীয় পর্বের ১৪টি মিলে মোট ৪০টি ঘর আগামী ২০ জুন হস্তান্তর করা হবে। সব মিলে মুজিব জন্মশত বর্ষে বাঁশখালীতে মোট ৬৫টি ঘর প্রদান করা হবে।'



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com



কোন মন্তব্য নেই