জনপদ সংবাদদাতাঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারাদেশের মতো বাঁশখালী উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, সেনা ও পুলিশ বাহিনী। তাই উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে। সেই সাথে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।
শনিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়।
সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় বিভিন্ন ব্যক্তি, যানবাহন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাঁশখালীতে প্রথম দিনে ৩৬ মামলা, দ্বিতীয় দিনে ২৫ মামলা, তৃতীয় দিনে ১৫ মামলা, চতুর্থ দিনে ১২টি মামলা দায়ের করে ৩৬ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিউল কবীর জানান- ‘লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান- ‘সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে লকডাউনে গৃহবন্ধী ও সম্প্রতি অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ উপজেলার উপকূলীয় অঞ্চলের লোকজনদের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।,
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন