![]() |
শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন |
জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে বিভিন্ন এলাকায় মাদককারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। যুব সমাজকে বিপদমুক্ত রাখতে মাদক কারবারীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট এলাকাবাসীরা অভিযোগ দেয়। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে মাদক সিন্ডিকেটদের বিরোদ্ধে কঠোর অবস্থানে যায় শেখেরখীল ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন। এতে স্থানীয় মাদক কারবারীর সিন্ডিকেট দল দীর্ঘদিন থেকে চেয়ারম্যানকে হত্যার হুমকী দিয়ে আসছে।
বুধবার (৭ জুলাই) বিকেল ২টায় শেখেরখীল লালজীবন পাড়া এলাকায় রাস্তার কাজ পরিদর্শনে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা মাদককারবারিরা বহদ্দারহাট রাস্তার মাথা এলাকায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়ে। মুহূর্তের মধ্যে গুলির আওয়াজ ও শোর চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে অস্ত্র ও গুলিসহ একজনকে ধরে বাঁশখালী থানা পুলিশে সোপার্দ করে।
এ বিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন বলেন,
'৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে আব্দুর রশিদ প্রকাশ রইস্যা ডাকাত দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, মোটরসাইকেল চুরি, মাদক কারবারের সাথে সম্পৃক্ত রয়েছে তার একটা বিশাল সিন্ডিকেট। আমি তাদের কাজে বাধা দিলে তারা আমাকে মেরে ফেলার হুমকী দেয়। আজ বেলা ২টার দিকে চলমান কাজ পরিদর্শনে গেলে রইস্যা ডাকাতের ইন্ধনে তার সহযোগী মোশাররফ আলী সিকদার পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের সিদ্দিক আহমদের পুত্র নুর কাদের (৪৫) ডাকাত আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে এলাকাবাসীর সহযোগীতায় তাকে ধরে অস্ত্রসহ বাঁশখালী থানা পুলিশের কাছে সোপার্দ করি।'
বাঁশখালী থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন,
'ঘটনাস্থল থেকে এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান নুর কাদের নামে একজনকে আটক করে। এ সময় একটি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।'
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবীর বলেন,
'এলাকার মাদককারবারিদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। অস্ত্রসহ আটক নুর কাদের এর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন