নিজস্ব সংবাদদাতাঃ ৪ দফা দাবীতে মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা সকাল বাজার এলাকায় ইসলামী ছাত্রসেনা গণ্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা চার ধফা দাবী জানান।দাবীগুলো- রোডম্যাফ করে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করা। শিক্ষা সংকট মোকাবেলায় শিক্ষা বৃত্তি প্রদান করা। বাঁশখালীতে দীর্ঘ সময় লোডশেডিং এর সমস্যা সমাধান করা।সংহতি সমাবেশে বক্তরা উল্লেখিত সমস্যা সমূহ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী উপস্থাপন করেন।
এসময় বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গন্ডামারা ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন হোসাইনী, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম করিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এম বোরহান উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক এম রেজাউল করিম, গন্ডামারা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এম আহমদ হোসাইন, গন্ডামারা বড়ঘোনা ব্লাড ব্যাংক এর উদ্যোক্তা তরুণ সমাজসেবক এইচ এম কলিম উল্লাহ মিসবাহ, গন্ডামারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এইচ এম ফোরকানুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক, শওকত, নাঈম, এনাম, গফুর, বোরহান উদ্দিন, বোরহান উদ্দিন আসাদ সহ প্রমুখ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন